নীলাঞ্জনা,যেদিন তুমি পড়ন্ত বিকালে
গোধূলি লগ্নে হাজার জনতার ভিড়ে
আমাকে দেখে মিষ্টি হাসি হেঁসে ছিলে,
তব সেই উচ্ছল প্রাণবন্তর ঠোঁটের সুস্মিত হাসি
আজও আমার দুই নয়নে ভাসে।
যে হাসি কেড়ে নিয়েছে আমার উদাসী মন
যে হাসি বারবার দেখতে চাই আমার তৃষিত নয়ন।
যে হাসি আমার স্বপ্ন,আশা,ভালোবাসা
আমার মেঘলা আকাশের রংধনু সাত রঙ;
যে হাসি আমার কাছে স্বর্গের শুধা রাশি
আমার হৃদয়ের গহীনে বাজায় বাঁশি।
যে হাসি দিবানিশি আমার পরান জুড়ায়
রাতের আঁধারে হাসনাহেনার মত সুবাস ছড়ায়।
যে হাসি সন্ধ্যার চাঁদ তারাদের মত
ক্ষণিকের তরে জ্বালিয়ে প্রদীপ ভরে আঁধার যত।