ওহে নবীন ওহে প্রবীণ শিক্ষার্থীদের দল,
শিক্ষার আলো জ্বালাতে হবে পাঠশালাতে চল।
আর কত দিন থাকবে ঝুলে পাঠশালার ঐ তালা,
পাঠশালাতে না গিয়ে আজ মনে ধরছে জ্বালা।
অফিস আদালত সবই খুলছে,খুলছে শপিং মল,
শিক্ষার্থীদের হচ্ছে ক্ষতি কেউ ধরে না হাল।
কলম খাতায় জং ধরছে,ধরছে মোদের মেধায়,
শিক্ষা অর্জন না করে আজ যাচ্ছি মোরা গোলায়।
সবার মুখে একই কথা শিক্ষাই জাতির বল,
শিক্ষার আলো জ্বালাতে হবে পাঠশালাতে চল।
শিক্ষার আলো নিভিয়ে যাচ্ছে করোনা ভাইরাস এসে,
বিপদগামী শিক্ষার্থীরাও চোখের জলে ভাসে।
চাকরির আশায় বসে আছে প্রবীণ শিক্ষার্থীদের দল,
ভাগ্যটা আজ খারাপ ভেবে ঝরাই চোখের জল।
হাজার ব্যথা জমিয়ে আছে শিক্ষার্থীদের বুকে,
বই খাতা সব পড়ে আছে পড়ার টেবিলের রেকে।
বাবা মায়ের মনের আশা সন্তান বড় হবে,
সুশিক্ষাই শিক্ষিত হয়ে দেশটা গড়ে নেবে।
ওহে নবীন ওহে প্রবীণ শিক্ষার্থীদের দল,
সত্য-ন্যায়ের জীবন গড়তে পাঠশালাতে চল