পাড়ার সকল কচিকাঁচা ছেলেমেয়ের দল,
জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পাঠশালাতে চল।
যেথায় পড়ায় শিক্ষাগুরু নতুন বইয়ের পড়া,
জ্ঞানী-গুণী কবির লেখা মজার ছন্দের ছড়া।
পড়তে লাগে কি যে ভালো কবির লেখা ছন্দ,
নতুন বইয়ের নতুন পাতার মিষ্টি ছড়ার গন্ধ।
থাকতে চাই না অন্ধ হয়ে আর এই ধরণীর বুকে,
সকল দেশের সেরা হতে চাই জ্ঞানের আলো চুকে।
পাড়ার সকল ছেলেমেয়ে আয়রে তোরা আয়,
সত্য-ন্যায়ের বিদ্যা শিখতে পাঠশালাতে যায়।
আর করিসনে অবহেলা পড়ালেখার তরে,
পাঠশালাতে যেতে হবে খেলাধুলা ছেড়ে।