বছর ঘুরে এলো ফিরে
পহেলা বৈশাখ,
বৈশাখীর দিন তাক ধুমাধুম
বাজে ঢাকীর ঢাক।

ঢাকের তালে নানান ছলে
বাউল ধরে গান,
গানের সুরে মুগ্ধ করে
বাঙালিদের প্রাণ।