কোন একদিন আমি চলে যাবো
তোমাদের কাছ থেকে পৃথিবী ছেড়ে
কোন এক অজানা পথ বেয়ে
চির সবুজের অপরূপ বরেণ্য ভূমির
গ্রাম বাংলার স্মৃতি বিজড়িত মায়া মমতা
মা-বাবার আদর স্নেহ-ভালোবাসা
লক্ষ্মী ভাই-বোনের খুনসুটি আর
প্রিয় মানুষদের মান-অভিমান ভুলে।
কাঁঠাল,জারুল বটবৃক্ষরে ছায়া তলে কিংবা
খর কুটো আচ্ছাদিত নিবিড় ঘন বনের
নিঝুমপুরী অজ্ঞাত ওই ঘুমের দেশে।
যে দেশ অলীক,নিস্তব্ধ,নির্জন ও প্রান্তহীন
অন্ধকার শ্বাস-প্রশ্বাস সংকোচিত সংশয় পূর্ণ;
যে দেশের বুকে অনন্তকাল ধরে শয়িত আছে
অতি পরিচিত বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন।
যারা একদিন চির সবুজের অপরূপ বরেণ্য ভূমির
গ্রাম বাংলার বুকে হেসে খেলে দিন কাটিয়েছে,
শীতের সুপ্রভাতে শিশির ভেজা দূর্বা ঘাসের বুকে
কিংবা গ্রাম বাংলার মেঠো পথে যুগ যুগ ধরে হেটেছে।
ঋতু বসন্তের পলাশ বকুল ফুলের মৌ মৌ গন্ধ
কোকিলের কন্ঠের মিষ্টি মধুর কুহুতান
স্রোতস্বিনী নদীর জল তরঙ্গের
উত্তাল কলতান অনন্তকাল ধরে শুনেছে।
কখনো বা হেমন্ত ঋতুর গোধূলী লগ্নে
বটবৃক্ষের ছায়া তলে জারি সারি আর
ভাটিয়ালি গানের নবান্ন উৎসবে মেতেছে।
পদ্মা-মেঘনার বুকে জমে ওঠা বালুচরে
কিংবা ধান কাউনের মাঠে রোদ বৃষ্টি সহ্য করে
হাসি মুখে তারা সোনার ফসল ফলিয়েছে।
তাদের সাথে আমি করেছি কত খুনসুটি
করেছি কত অকারণে মান-অভিমান তাইতো
তাদের স্মৃতি বিজড়িত দিন গুলো আজও
গ্রাম বাংলার মাঝে আছে চির অম্লান।