কত দিন হলো মুষলধারায় বৃষ্টি হয়নি
চির সবুজের অপরূপ রূপসী বাংলার বুকে
গ্রীষ্মের উষ্ণতায় যেনো শুকিয়ে গেছে
চির সবুজের ধান কাউনের মাঠ।
তবু গ্রীষ্মের উষ্ণতার মাঝে সেই সকল মানুষ
অক্লান্ত পরিশ্রম আর ঝড় বৃষ্টি উপেক্ষা করে
ধান কাউনের মাঠে ফসল ফলানোর তরে
সারাদিন ব্যস্ত হয়ে পরে।
যাদের ক্লান্ত দেহের ঘামের ফোটায়,
ধান কাউনের মাঠের ফসল তৃষ্ণা মেটায়
তিলে তিলে বেড়ে ওঠে ফল ফলাদি বৃক্ষরাজি।
ওরা সেই মানুষ,যারা পাখি ডাকা ভোরে
ঘুম থেকে জেগে উঠে লাঙ্গল জোয়াল কাঁধে করে
পায়ে হেঁটে ছুটে যাই তেপান্তরের মাঠে
ক্লান্ত দেহ নিয়ে অনবরত শস্য দানা বইতে থাকে।
যারা ধনীর দোলালীর মায়াবী মুখে
হাড় ভাঙা পরিশ্রম করে দু'বেলা অন্ন জুটায়
তার বিনিময়ে যারা পায় বুটের ঠোক্কা,
চাবুকে আঘাত,রক্ত ঝরা জর্জরিত দেহ ।
ওরা সেই মানুষ,যারা পেটের ক্ষুধার জ্বালায়;
ধান কাউনের মাঠে নানান রকমের ফসল ফলায়।
যাদের দোলাতে আজ তাল গাছের নেয়
দাড়িয়ে আছে ধনীদের বড় বড় অট্টলিকা ইমারত।
ওরা সেই মানুষ,যারা বাসি পান্তা খেয়ে
অল্প কিছু নয়া পয়সার তরে
দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে।