ওরা যে এখনও খোলা আকাশের নিচে
ফুটপথের ধারে নীরবে ঘুমিয়ে আছে
ভোরের পাখিরা কিচিরমির সুরে ডাকে
তবু যেনো ওদের ভোরের ঘুম ভাঙে না।
ওদের কি মনে ইচ্ছে জাগে না,
আমাদের মত মহা খুশির দিন
আনন্দ উল্লাসে সামিল হতে
কিংবা বাহারি রঙের পোশাক পড়ে
নিত্য নতুন রূপে সাজতে।
কেনো-ই বা ওরা আমাদের মত
মহা খুশির দিন আনন্দে মেতে উঠবে
মনের সুখে হাসি মুখে খুশির গান গায়বে।
ওরা যে এতিম মিসকিন অসহায় দারিদ্র মানব
ওদের মুখে দু'বেলা দু'মুঠো অন্ন জোটে না।
অন্নের অভাবে রক্ত মাংসের গড়া দেহটা
যেন শুকিয়ে গেছে,
ক্ষুধার অসহ্য যন্ত্রণা পেটে নিয়ে পথে পথে ঘুরে বেড়ায়।
তবু যেন ওদের দুঃখ কষ্টের কথা
কেউ যে শুনতে চায় না,
শুনতে চায় না ক্ষুধার্ত পথচারী শিশুদের কান্না।
তবে কি আজ পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর হয়ে গেছে?
তাদের হৃদয়টা কি কষ্টি পাথরে গাঁথা।
দারিদ্র অসহায় পথচারী শিশুদের কষ্ট দেখে
তাদের চোখে কি এক ফোটা জল আসে না?
এতিম মিসকিন অসহায় শিশুদের জন্য
তাদের হৃদয় কি ব্যথিত হয় না!
দাও মিটিয়ে দাও এতিম মিসকিন অসহায়
পথচারী শিশুদের ফিতরা জাকাতের পাওনা।
অন্ন বস্ত্রের অভাব ঘুচে এতিম মিসকিনদের
জীবনে ফিরে আসুক অনাবিল সুখ শান্তি।