অনুভবে আছো তুমি দৃষ্টি শক্তির বাহিরে
মনের মাঝে আছো তুমি জনম জনম ধরে।
বিভোর হয়ে খুঁজি আমি তোমায় ভালোবেসে
লুকিয়ে কেনো থাকো তুমি দূরের ওই আকাশে।
প্রিয় তুমি কল্পনাতে একটি বার দাও দেখা
তুমি বিনা ধরার বুকে লাগে বড় একা।
নিঝুম রাতে স্বপ্নের মাঝে তোমায় যখন দেখি
কল্পনাতে ছবি আঁকে আমার দুটি আঁখি।
তোমায় নিয়ে ভাবি যখন সকাল বিকাল সাঁঝে
তোমার নামটি লিখি তখন আমার মনের মাঝে।
আমার মনের সবটা জুড়ে তোমার বসবাস
ভালোবাসার অনুভূতি থাকে বারোমাস।
তোমার হাতের আলতো ছোঁয়ায় সিক্ত আমার মন
এলো কেশের সুগন্ধি মেখে করবে আলিঙ্গন।
তোমার কোলে মাথা রেখে খুঁজে পাই যে সুখ
সেই সুখেরই আবেশ পেয়ে দূর হয়ে যায় দুখ।
অনুভবে খুঁজি আমি তোমায় সারাদিন
তুমি বিনা শূন্য হৃদয় করে যে চিন চিন।
তোমার ঠোঁটের মিষ্টি জলে মনটা ভেজে যখন
বিভোর হয়ে তোমার মাঝে হারিয়ে যায় তখন।