অমর একুশে রক্তে ভাসে
পরাধীন বাংলার ভূধর,
শহীদদের রক্তে রঞ্জিত হয়
আততায়ীদের খঞ্জর।
চারিদিকে অঝরে রক্ত ঝরে
কৃষ্ণচূড়া লাল ফুলে,
অমর একুশে শহীদদের কথা
বাঙালি যাবে না ভুলে।
সন্তান হারানো দুখিনী মা'র
অশ্রু ঝরে চোখে,
একুশে এলে দুখিনী মা'র
হাসি ফোটে না মুখে।
বাউলের কন্ঠে সুর আসে না
ফোটে না মধুর গান,
স্রোতস্বিনী নদী গতি হারায়
উত্তাল কলতান।
পুব গগনে উদিত হয়
রক্ত রাঙা রবি,
রক্ত রাঙা রবি তো নয়
শহীদ মিনারের ছবি।
রাখাল বাজায় শত বিরহেও
মোহন সুরের বাঁশি,
অমর একুশে মাতৃভাষা
তোমায় ভালোবাসি।