ওগো প্রভু দয়াময় হে রহিম রহমান
আজও ভোরের পাখিরা গাই তোমার গুনগান।
তোমার নামে পাহাড় ঝর্ণা নিত্য ছন্দ তোলে
গাছের শুকনা ঝরা পাতার মর্মর ধ্বনির তালে
ঐ গুলবাগিচায় দিবসরজনী ছড়ায়
তোমার নামের সুমধুর ঘ্রান।
সকালে মিঠেল রোদ হাসে সবুজ শ্যামল দূর্বাঘাসে
যাহার সুখের পরশ পেয়ে কলকাকলি সুরে গান গেয়ে
নদী তাঁর মোহনার টানে ছুটে চলে সাগর পানে
যা দেখে ওগো প্রভু দয়াময়
জুড়িয়ে যায় আমার এ প্রাণ।
ঐ যে দূর নীল আকাশে রংধনু সাত রং হাসে
চন্দ্র তাঁরা খেলে আলোর প্রদ্বীপ জ্বেলে
সোনা ভরা ফসলের মাঠ সাগর পাহাড় সমতট
আজও তোমার কথা বলে হে রহিম রহমান।