বজ্র কন্ঠে আওয়াজ তোলো
আল্লাহু আকবার,
প্রিয় নবীর ব্যঙ্গ চিত্র
সইবো না ভাই আর।
সইবো না ভাই ধরার বুকে
নবীর অপমান,
দাও ভেঙে দাও নাস্তিকদের হাত
মুমিন মুসলমান।
মুমিন তোমরা শক্ত হাতে
খঞ্জর তুলে নাও,
নাস্তিকদের ওই ভিতের পাহাড়
ধ্বংস করে দাও।
দ্বীনের পথে জীবন দিতে
কেউ করো না ভয়,
কাফের বেইমান নিপাত করে
বিশ্ব করো জয়।
প্রিয় নবীর অপমানে
কাঁদে না যার মন,
সেই মানুষটি প্রিয় নবীর
প্রকৃত দুশমন।