অন্যের দুঃখ-কষ্টের তরে
ব্যথিত নয় যে জন,
বোঝে নিও ওহে বিজ্ঞ মানব
নিষ্ঠুর তাদের মন।