আমার বাড়ি আসো যদি
গাঁয়ের পথটি ধরে,
খেজুর পাতার বিছানাতে
বসতে দেব নীড়ে।
না বলা সব কথাগুলো
বলব তোমায় নিয়ে,
গল্পের মাঝে বাতাস দেব
তালের পাখা দিয়ে।
খেতে দেব পদ্ম পাতায়
মাছের রাজা কৈ,
নানান রকম পিঠা পুলি
চিনি পাতার দই।
দাও কথা আজ আসবে তুমি
সাজের সকাল বেলা,
গান শোনাবো মধুর সুরে
পাখিরা বসাবে মেলা।
শিশির ভেজা ঘাসের বুকে
চলব তোমার সাথে,
দীপ্ত প্রেমের কাব্য লিখব
দিবা নিশি রাতে।
ভোরের পাখি ডাকবে তোমায়
কিচিরমিচির ছলে,
সুবাস ছড়ায় জ্যৈষ্ঠ মাসের
মিষ্টি পাকা ফলে।
সবুজ-শ্যামল ক্ষেতের মাঝে
ঘুরব তোমায় নিয়ে,
আঁকা বাঁকা পথটি বয়ে
বসব কোথাও গিয়ে।
বিশ্বাসে প্রাণ বিসর্জনে
হেঁসে আমি কবো,
শীতে কাঁথা রোদে জলে
ছাতা হয়ে রবো।