নতুন বর্ষের নতুন দিনে
পাঠশালাতে গিয়ে,
সঙ্গে করে রাতুল আনবে
নতুন বই যে নিয়ে।
নতুন বইয়ের গন্ধ পেয়ে
পাঠে দেবে মন,
মজার ছন্দ ছড়া পেয়ে
পড়বে সারাক্ষণ।
মজার ছন্দ ছড়ার ভিতর
জ্ঞানের আলোয় ভরা,
সেই জ্ঞানেরই আলো দিয়ে
আলোকিত হয় ধরা।
ঠিকানাঃদামুরহুদা,চুয়াডাঙ্গা