মায়ের হৃদয় কোমল অতি কিন্তু জেনো ভাই,
এই ভুবনে মায়ের মত শ্রেষ্ঠ কেহ নাই।
যেথায় যাবে নাহি পাবে মায়ের মত মন,
মা যে হলো এই পৃথিবীর সাত রাজারই ধন।
মায়ের হৃদয় শুদ্ধ খাঁটি খোদার দেওয়া দান,
মায়ের ভালোবাসা দিয়ে জুড়াই মোদের প্রাণ।
হীরা মানিক চাই না আমি জীবন চলার মাঝে,
মা যে হলো সবচেয়ে দামি এই ধরারই মাঝে।
মা ছাড়া যে আমার হৃদয় শূন্য মরুভূমি,
মায়ের মাঝে ভালোবাসা দিয়েছে অন্তর্যামী।
সারা পৃথিবীর শান্তি মেলে মায়ের ছায়া তলে,
জীবন যুদ্ধের দুঃখ-কষ্ট বেদনা সব ভোলে।
মায়ের আঁচলে লুকিয়ে আছে দো'জাহানের সুখ,
সেই সুখেরী পরশ পেয়ে ভুলে যায় সব দুঃখ।
এই পৃথিবীর স্বর্গের সুখ আছে মা'র হৃদয়ের মাঝে,
সেই সুখটা পেতে আমার হৃদয় মরিয়া হয়ে খোঁজে।
মা যে আরমার আঁধার ঘরের জীবনের আশার আলো,
সেই আলোতে আমার জীবন আলোকিত হলো।
সকল জাতি প্রাণটা জুড়াই মায়ের আঁচল তলে,
সেই আঁচলে শিশু ঘুমাই নানান রকম ছলে।
মা যদি যায় কোথাও চলে শিশুর দৃষ্টির অন্তরালে,
অবুঝ শিশু অশ্রু ঝরাই মাকে খুঁজে না পেলে।
মায়ের কোলে শিশু হাসে,হাসে মানব মন,
মা ছাড়া যে আমার হৃদয় কাঁদে সারাক্ষণ!
মা যে আমার এই পৃথিবীর শ্রেষ্ঠ কারিগর,
মায়ের কোলে ভূমিষ্ঠ হয়ে দেখলাম আলোক ভুধর।
মায়ের দেওয়া আদর সোহাগ সবার চেয়ে দামি,
সেই আদরের পরশ পেয়ে ধন্য হলাম আমি।
মাগো তোমার পদ তলে আমায় দিও ঠায়,
সততার সাথে বিশ্বটাকে করবো আমি জয়।