মিদুল সোনা ভীষণ ভালো
পড়ায় করে না হেলা,
মা বলেন তাই পড়তে বসে
সকাল সন্ধ্যা বেলা।

মায়ের আদেশ পালন করতে
করে না সে খল,
বইয়ের পড়ায় মন দিয়ে
জোগায় মনোবল।

গুরুজনদের শ্রদ্ধা করে
মায়ের স্মরণ করে,
সত্য ন্যায়ের শিক্ষা দিয়ে
জীবনটা সে গড়ে।