আয় ছেলেরা আয় মেয়েরা
মাদরাসাতে যাই,
মাদরাসাতে গিয়ে মোরা
নৈতিক শিক্ষা পাই।
যেথায় পড়াই কোরআন-হাদিস
ন্যায় নীতিতে ভরা,
কোরআন-হাদিসের শিক্ষা নিয়ে
জীবন গড়বো মোরা।
জীবন চলার পথে মোরা
করব না কো ভয়,
শিক্ষাগুরুর আর্শীবাদে
বিশ্ব করবো জয়।
আয় ছেলেরা আয় মেয়েরা
চলরে মাদরাসায়,
পড়তে কোরআন করিসনে হেলা
আয়রে তোরা আয়।