বৃষ্টি নামের লাজুক মেয়ে
তুমি ভীষণ ভালো,
আঁধার রাতে তোমার রূপে
ছড়ায় স্নিগ্ধ আলো।
হৃদয় তোমার কোমল অতি
মাথায় কালো কেশ,
লাল শাড়িতে তোমায় লাগে
পরীর মত বেশ।
তোমার রূপের নেই তুলনা
মুখে মিষ্টি হাসি,
তাই তো আমি সবার চেয়ে
তোমায় ভালোবাসি।
তোমার নামটি লেখা আছে
আমার মনের মাঝে,
দিবানিশি সেই নামের সুর
আমার কানে বাজে।
তোমার প্রেমে মুগ্ধ আমি
অপ্সরা সুন্দরী,
বিভোর হয়ে প্রেম সাগরে
ভাসাই প্রেমের তরী।