তিড়িং বিড়িং সবুজ ফড়িং
রাঙা সুপ্রভাতে,
তাক ধিনা ধিন তালে নাচে
সবুজ ধানের ক্ষেতে।

নাচের তালে নানান ছলে
টিয়া ধরে গান,
গানের সুরে ব্যাকুল হয়ে
খুকু জুড়ায় প্রাণ।

খুকুর মনে ইচ্ছে জাগে
নাচবে হেলে দুলে,
নীল আকাশে উড়ে যাবে
পাখির ডানা মেলে।