খোকা গেল মাসির বাড়ি
আদর সোহাগ পেতে,
তাই তো মাসি খোকার দিল
মিঠাই-মন্ডা খেতে।
মিঠাই-মন্ডা খেয়ে খোকা
পাঠে দিল মন,
মজার ছন্দের ছড়া পেয়ে
পড়লো সারাক্ষণ।
খোকার পড়া দেখে মাসি
খিলখিলিয়ে হাসে।
দুধ কলা ভাত মাসি নিয়ে
খোকার পাশে বসে।
পড়ার শেষে মাসি খোকার
খেয়ে দিল ভাত,
ভাত খেয়ে যে অবুঝ খোকা
ঘুমাই সারা রাত।