খোকন সোনা রাগ করেছে
মুখ করেছে ভারি ,
সারাদিন সে ভাত খাবে না
করছে ভীষণ আড়ি।

স্কুলেতেও আর যাবে না
যাবে নানার বাড়ি,
তাই তো খোকন কিনে আনলো
রসগোল্লার হাঁড়ি।

রসগোল্লার হাঁড়ি তো নয়
মধুর রসে ভরা,
খোকন সোনার কাণ্ড দেখে
হলাম দিশেহারা।