কাঁদে বাঙালির প্রাণ
মনির চৌধুরী
আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে বাঙালির প্রাণ!
আগস্ট মাসে শহীদ হলেন
শেখ মুজিবুর রহমান।
চারিদিকে রক্ত দেখি
রক্ত জবা লাল ফুলে,
আগস্ট মাসের রক্ত ঝরার কথা
বাঙালি যাবে না ভুলে।
আগস্ট মাসে শোকের দিনেও
পাখ-পাখালি কাঁদে,
নিঝুম রাতের তারকা কাঁদে
কাঁদে রূপালী চাঁদে।
বাউলের কণ্ঠে সুর আসে না
মুজিব হারানোর শোকে!
শোকের ব্যথায় বাঙালি জাতির
হাসি ফোঁটে না মুখে।
লাল সবুজের বিজয় নিশান
কাঁদছে নীল আকাশে,
আগস্ট মাসে বাংলার জমিন
রক্তের স্রোতে ভাসে।