কে বুঝিবে অধিকার বঞ্চিত
কৃষক শ্রমিক কুলি মজুরের মনের ব্যথা?
কে শুনিবে নির্যাতিত নিষ্পেষিত
মজলুম অসহায় মানুষের দুঃখ-কষ্টের কথা?
কে দেখিবে সেই সকল অবহেলিত এতিম
মিসকিন পথচারী নিষ্পাপ শিশুদের কান্না?
যারা তাদের দুঃখ কষ্টের তরে
আজও কারো কাছে করেনি কোন অভিযোগ
ধনীদের মত বিলাসী জীবনযাপন
কোনদিন তারা করেনি উপভোগ।
কেবল তারা বঞ্চিত অধিকার আদায়ের তরে
দলে দলে সামিল হয়েছে মৃত্যুর মিছিলে
অনন্তকাল ধরে নীরবে নিভৃত্বে সয়ে গেছে
রক্ত চোষা শাসকের বুলেটের আঘাত
নিষ্ঠুর মনিবের বুটের টোক্কা আর
পাষণ্ড শকুনের বিষাক্ত কষাঘাত।
যে বিষাক্ত কষাঘাতে অসহায় মানবের
ক্ষত-বিক্ষত হয়েছে রক্ত মাংসের গড়া দেহ
অঝোরে রক্ত ঝরেছে হৃদপিন্ড থেকে।
যুগ যুগ ধরে পরাধীনতার শিকলে বন্দি থেকে
অঝরে ঝরিয়েছে চোঁখের জল।