হে দারিদ্র্য,তুমি মোরে করেছ
দুনিয়ার বুকে মহৎ,
দেখিয়েছ ধরার মাঝে
সত্য ন্যায়ের পথ।

অনুভব করতে শেখালে
তুমি সম মানবের দুখ!
অনুতপ্ত ক্ষণে আমার জীবনে
ভরে দিয়েছ সুখ।

স্রষ্টার ভূমন্ডলে তব সংস্পর্শে
আমি হয়েছি নম্র ভদ্র,
বিভোর হয়ে স্মরণ করি
তোমায় হে দারিদ্র্য!