স্বপ্নে তুমি ছন্দে তুমি তুমি যে বুলবুল
তোমায় আমি ভালবাসি হে প্রিয় রাসূল।
তুমি আছো হৃদয় জুড়ে গভীর সিংহাসনে
তুমি আছো কবির লেখা মিষ্টি মধুর গানে।
বিভোর হয়ে তোমার ছবি আঁকি প্রেমের খাতায়
কবির মত ছন্দ লিখি মনের গভীর পাতায়।
তোমার নামে স্মরণ করি দিবানিশি রাতে
তোমার নামে দরূদ পড়ি মহব্বতের সাথে।
তোমার ওফাত দিনে কাঁদে আমার অবুঝ মন
দুটি আঁখি থেকে অশ্রু ঝরে সারাক্ষণ।
তুমি আমার প্রিয় নবী তুমি ধ্যানের ছবি,
তাই তো আমি দিবানিশি তোমায় নিয়ে ভাবি।