বর্বরতার আঁধার গ্রাস করেছিল যখন এই পৃথিবীর মাঝে,
তুমি এসেছিলে হে নজরুল!ধরণীর মাঝে ধুমকেতু সাজে।
তুমি ছিলে নির্ভীক সত্য ন্যায়ের কালজয়ী সাহিত্যের মহা সৈনিক।
যুগে যুগে সত্যের করেছ তাপস জয় করেছ তুমি বৈশ্বিক ।

দাঙ্গা হাঙ্গামায় যখন লিপ্ত মানব দুনিয়ার আঁধার কুপে,
তব বিদ্রোহী কলম জ্বলে ওঠে সেদিন অগ্নিঝরা রূপে।
লৌহর শিকলে বেঁধে রাখতে পারেনি অত্যাচারীদের দল,
কারাগারের মাঝে জেগে ওঠে সেদিন তব বিদ্রোহী মনোবল।

হে নজরুল!তুমি বিদ্রোহী কবি তুমি বিষমী কবি,
তুমি কবি সাহিত্য জগতের উজ্জ্বল আলোকিত রবি।
শত প্রেম বিরহে গেয়েছ গান সাম্য চেতনার তরে,
তব বীরত্বে আশার প্রদীপ জ্বলেছে সম মানবের ঘরে।

হে নজরুল!তব পরশে মুক্ত আকাশে উড়ছে বিজয় কেতন,
তুমি বাঙালী জাতির কাছে গর্ব,অহংকার রতন।
তুমি জাতীয় কবি তুমি শিল্প কারের আঁকা ছবি,
তোমায় নিয়ে গান কবিতা লিখছে শত শত কবি।

হে নজরুল!তব বজ্রকন্ঠে গর্জে উঠে অগ্নিবীণার সুর।
সে সুরে হাজার জনতা রাজপথ পাড়ি দিয়েছে বহুদূর।
হে বিদ্রোহী কবি!তব মনোবল থামাতে পারেনি হিংস্র দানব,
তাইতো তুমি বিশ্বের মাঝে অবিস্মরণীয় মহা মানব।