বাবা যখন যুদ্ধে গেলো
ছিলাম শিশুর মতো,
এখন আমি মায়ের কাছে
গল্প শুনি কতো।
বাবা নাকি যুদ্ধ করে
জীবন বাজি রেখে,
পাক সেনারা কাঁপতে থাকে
বাবার সাহস দেখে।
দীর্ঘ নয় মাস যুদ্ধ করে
দেশ মাতারই তরে,
পাক সেনাদের ধ্বংস করে
স্বাধীন বাংলা গড়ে।
হাসি মুখে জীবন দিতে
বাবা করেনি ভয়,
বুকের তাজা রক্ত দিয়ে
দেশটা করে জয়।
বিজয় নিশান আনতে গিয়ে
বাবা ফেরেনি ঘরে,
বাবার কথা মনে পড়লে
চোখে অশ্রু ঝরে!
বাবার যুদ্ধের গল্প শুনে
মনে কষ্ট লাগে,
মনের ভিতর যুদ্ধে যাওয়ার
ইচ্ছেটা আজ জাগে।