ঈদ এসেছে ঈদ এসেছে
সবার ঘরে ঘরে,
তাই তো খোকা খুকি ভাসে
আনন্দের জোয়ারে।

নিত্য নতুন পোশাক পড়ে
মহা খুশির দিন,
মনের সুখে হাসি মুখে
বাজায় খুশির বীণ

আতর সুরমা গায়ে মেখে
ঈদগাহতে যাই,
ঈদগাহতে নামাজ পড়ে
প্রভুর গুণগান গায়।

নামাজ পড়ে দু'হাত তুলে
প্রভুর ওই দরবারে,
গুনাহ মাপের জন্য সবাই
কান্নাকাটি করে।