দাদু আমার প্রিয় অতি
দেখতে ভীষণ মজার,
চলার পথে দাদু আমার
গল্প শুনাই হাজার।
আমি মায়ের অবুঝ শিশু
দাদুর প্রিয় নাতি,
সুখে দুঃখে চলার পথে
দাদু হীন নেই গতি।
প্রথম যেদিন স্কুলে তাই
দাদুর হাতটি ধরে,
শিক্ষা গুরুর গল্প শুনাই
মিষ্টি মধুর সুরে।