মন ছুটে যায় সবুজ-শ্যামল ছোট্ট মোদের গাঁও
যেথায় আছে নদীর তীরে সারি সারি নাও।
মাঠের পরে মাঠ পেরিয়ে হাটের পরে হাট,
উজান গাঙের নাইয়া মাঝির খেয়াপারের ঘাট।

হাওর-বাওর,নদী-নালা,পুকুর-জলাশয়,
জল তরঙ্গের তালে যারা নিরবধি বয়।
হেথায় আছে মুক্ত আকাশ স্বপ্ন বাঁধা জয়,
ধুলাবালির মেঠো পথে চলতে নাহি ভয়।

ঋতুর সাজে সজ্জিত ঐ পাকা পাকা ধান,
চাষি ভাইদের মন-মাতানো স্বপ্ন জয়ের গান।
আঁকা-বাঁকা নদীর বুকে ফুল-পাখিদের ঝাঁক,
রোজ সকালে কুসুমবাগে ময়না পাখির ডাক।

শীতের রাতে মা-ঝিয়েদের পিঠা-পুলির ধুম,
পায়ের পাতায় শিশিরভেজা দুর্বাঘাসের চুম।
কচিকাঁচা ছেলেমেয়েদের গোল্লাছুট খেলা,
দূর নীলিমার আকাশ তলে সাদা মেঘের ভেলা।

নিঝুম রাতে আর্তনাদের শেয়ালের ঐ হাঁক,
সন্ধ্যা বেলার মুখরিত ঝিঁঝিঁ পোকার ডাক।
বর্ষকালের বৃষ্টি ভেজা মাটির গন্ধের রেশ,
গাছ-গাছালি তরুলতার সবুজ-শ্যামল বেশ।