ঐ দেখা যায় পূর্ণিমার চাঁদ
মেঘের ভেলায় ভাসে,
তাই না দেখে লক্ষ্মী সোনা
খিলখিলিয়ে হাসে।
আম্মুর কাছে বায়না ধরে
চাঁদের দেশে যাবে,
চাঁদের দেশের বুড়ির কাছে
দুধ মাখা ভাত খাবে।
আম্মু বলে চাঁদে যাওয়ার
কোন উপায় নাই,
কেমন করে তোকে নিয়ে
চাঁদের দেশে যাই।
লক্ষ্মী বলে ওগো আম্মু
কোন চিন্তা নাই,
টাট্টু ঘোড়ার পিঠে চড়ে
চাঁদের দেশে যাই।