দাদুর মুখে গল্প শুনি
বীর সেনাদের কথা,
বীর সেনাদের কথা শুনে
মনে লাগে মোর ব্যাথা!
দাদু আমায় বলছে নাতি
বীরসেনাদের দল,
মাতৃভূমি স্বাধীন করতে
কভু করেনি খল।
দীর্ঘ নয় মাস যুদ্ধ করে
পাকবাহিনীর সাথে,
পাকবাহিনীর পরাজিত ক্ষণে
বিজয় উল্লাসে মাতে।
ষোলই ডিসেম্বর বিজয় দিবসে
অশ্রু ঝরে চোখে,
স্বজন হারানো শোকের ব্যাথায়
হাসি ফোঁটে না মুখে।
দাদু আমায় বলছে নাতি
গল্পের নেইতো শেষ,
বীর সেনারা অস্ত্র ধরে
স্বাধীন করে দেশ।