বিজয়সুখে ফুল বাগানে ফুটলো হাজার ফুল,
মুক্ত স্বাধীন প্রাণটা আমার করে যে ব্যাকুল।
সবুজ ঘাসে ধানের শীষে শিশিরকণা হাসে,
শাপলা-শালুক মনের সুখে অথই জলে ভাসে।
গভীর রাতের বিমোহিত বিজয়ের ওই সুর,
রাখাল ছেলের মোহন বাঁশি বাজায় সুমধুর।
নদীর বুকে বিজয়মিছিল জলতরঙ্গের ঢেউ,
স্বাধীনভাবে বয়ে চলে দেয় না বাধা কেউ।
কচিকাঁচা ছেলেমেয়ে বিদ্যালয়ের মাঠে,
প্রভাতফেরির সমাবেশে নগ্ন পায়ে হাঁটে।
জ্ঞানী-গুণী কবি-শিল্পী দেশকে ভালোবেসে,
নিত্য নতুন কাব্য লেখে আনন্দ-উল্লাসে।
বিজয়সুখে পুব আকাশে সূর্যসেনা ওঠে,
সেই আনন্দে জুঁই-চামেলি কুসুমবাগে ফোটে।
পাখপাখালির বিজয়ধ্বনি জয় বাংলার ওই গান,
ধরার মাঝে সে আমাদের মুক্ত স্বাধীন প্রাণ।