বিজয় তুমি পুব আকাশের
রক্ত মাখা রবি,
বিজয় তুমি বাঙালিদের
স্বাধীনতার ছবি।
বিজয় তুমি দুখিনী মা'র
রক্ত ঝরা মাস,
বিজয় তুমি সুপ্রভাতের
শিশির ভেজা ঘাস।
বিজয় তুমি কচি কাঁচার
ঠোঁটের মিষ্টি হাসি,
বিজয় তুমি বিরহেরও
মোহন সুরের বাঁশি।
বিজয় তুমি বীরসেনাদের
রক্ত রাঙা ভূমি,
বিজয় তুমি বাঙালিদের
প্রিয় জন্মভূমি।
বিজয় তুমি ১৬ই ডিসেম্বর
জয় উল্লাসের রেশ,
বিজয় তুমি লাল-সবুজের
প্রিয় বাংলাদেশ।
জাগো মুসলিম জাগো
মনির চৌধুরী
জাগো মুসলিম জাগো, জাগো মুজাহিদ জাগো,
জাগো বিপ্লবী বীর বলিয়ান,
ইমানের বলে জিহাদের মাঠে জীবন করো বলিদান।
অদম্য নেশায় মেতেছে দেখো ইহুদি খেলছে রক্তের খেলা,
ইসলামের আজ দুর্দিন তাই আর করো না হেলা।
আলোর পথের যাত্রী তোরা
হসনে কভু বর্ণচোরা, বাধার বিন্ধ্যাচল!
শক্ত হাতে অস্ত্র ধরে, ইমানটাকে মজবুত করে
সত্যের পথে লড়তে হবে, বিশ্বটাকে গড়তে হবে
জিহাদের মাঠে চল।
জাগো মুসলিম জাগো, জাগো মুজাহিদ জাগো,
জাগো বিপ্লবী বীর বলিয়ান,
সিংহের মত গজরে ওঠো উড়াও দ্বীনের নিশান।
ফিলিস্তিনের বুকে হেনেছে আজ বর্বরতার আঘাত,
বসে থাকার নেই তো সময় দাও বাড়িয়ে হাত।
তোমরা হলে রাসূল সেনা নেই তোমাদের ভয়,
ইমানের বলে জিহাদ করে নাও ছিনিয়ে জয়।