মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ ছড়ালো দূর থেকে বহু দূর,
বিস্ময় হয়ে শুনি কার মৃত্যুর বেদনা বিধুর বিদায়ের করুণ সুর।
বিদায়ের করুণ সুর শুনে অন্তঃপুরে শোকার্তে নিমজ্জিত হয়,
দূর নীলিমার আকাশ মৃদুল বাতাস বিষণ্ণতায় ভারি হয়ে যায়।
অন্তঃপুরে বিরহের সুর বাজে বন্ধু স্বজনদের চোখে অশ্রু ঝরে,
চারিদিকে আতর গোলাপ সাদা কাফনের গন্ধ ওড়ে।
কে যেনো একাকী যাচ্ছে চলে চির অচেনা ভুবন ছেড়ে,
অতীতের সব স্মৃতি ভাতৃত্ব প্রেম প্রীতি বন্ধন ছিন্ন করে।
নিস্তব্ধ নিশি রাতের মনোমুগ্ধকর জোছনার চরাচর ছেড়ে,
মোহমায়া ত্যাগ তরে মহাকালের যাত্রার পালকিতে করে।
খোদার ডাকে সাড়া দিয়ে চাচ্ছে চলে অচেনা ভুবন ছেড়ে,
নিস্তব্ধ নির্জন নিবিড় ঘন কালো ছায়াছন্ন মাটির ঘরে।
যেখানে থাকে না কোনো আঁধার ঘরের আলোকিত বাতি,
থাকে না কোনো স্মৃতি বিজড়িত ভালোবাসার সঙ্গী সাথী।
যে ভুবন থেকে চিরতরে বিদায় নেয় সে আর ভুবনে আসে না ফিরে,
একাকীত্ব নীরবে ঘুমিয়ে থাকে সে অনন্তকাল আঁধার ঘরে।