নীল গগনে মেঘ ভেসেছে
বৃষ্টি নামার ছলে,
রিমঝিমিয়ে বরষা এলো
ঘরের টিনের চালে।

টিনের চালে মধুর তালে
রিমঝিমিয়ে বৃষ্টি দোলে,
শিশুরা সব মনের সুখে
বৃষ্টি নিয়ে খেলে।

হলুদ রঙের ফুল ফুটেছে
কদম গাছের ডালে,
ব্যাঙের রানী ঘ্যাঙর ডাকে
ঋতু বরষার কালে।

ময়ূর পঙ্খি নৃত্য করে
বৃষ্টির তালে তালে,
পিপীলিকা বাসা বাঁধে
বরষার ধরাতলে।

শুভ্রর সাজে বরষার মাঝে
কদম কেয়া হাসে ,
নতুন ফুলের সুবাস ছড়াই
আষাঢ় শ্রাবণ মাসে।

সবুজ শ্যামল ক্ষেতের বাহার
দক্ষিণা হাওয়ায় দোলে,
প্রাণ ভোমরা উড়াল দিলো
আহার খোঁজার ছলে।