হে প্রিয়!ঋতুরাজ বসন্ত জাগ্রত আজ দ্বারে দ্বারে,
সমগ্র সৃষ্টিকূল যেন প্রকৃতির মাঝে প্রাণ পায় ফিরে।
নব রূপে সাজে চির সবুজের অপরূপ বরেণ্য ভূমি,
আহা!কি অপরূপ রূপে বসন্তকে সাজিয়েছে অন্তর্যামী।

ঋতুরাজ বসন্তের আগমনে গাছে গাছে ফোটে ফুল,
মুখরিত হয়ে মৌমাছিরা ফুলে ফুলে করে হুলুস্থুল।
শিমুল ফোটে রক্ত রাঙা কোকিল গায় সু-মধুর গান,
পাখির গানে ফুলের ঘ্রাণে জুড়াই মোদের প্রাণ।

চারিদিকে পলাশ গন্ধরাজ ফুলের গন্ধে যায় ভরে,
ঝুমুর তালে পেখম মেলে ময়ূর পঙ্খি নৃত্য করে।
গাছ-গাছালি নিবিড় ঘনবন সাজে সবুজ পাতায়,
বিভোর হয়ে উদাস কবি দীপ্ত প্রেমের কাব্য সুধায়।