বাংলা আমার মাতৃভূমি বাংলা আমার দেশ
যার ফুলে ফলে সমারোহে রূপের নেইকো শেষ।

যেথায় নাচে দোয়েল কোয়েল ময়না টিয়াপাখি
কিচিরমিচির সুরে যারা করে ডাকাডাকি
মাতিয়ে তোলে চিরসবুজ নির্মল পরিবেশ
যার ফুলে ফলে সমারোহে রূপের নেইকো শেষ।।

যেথায় হাসে বিলে ঝিলে শাপলা শালুক ফুল
সাদা সাদা কাঁশবনের ওই নদীর উপকূল
যা দেখে মনে হয় যেন তা স্বর্গীয় আবেশ
যার ফুলে ফলে সমারোহে রূপের নেইকো শেষ।।