আম্মুকে আজ বলছে খোকা
থাকব আমি রোজা,
রমজান মাসের হুকুম গুলো
করব না আর কাজা।
তুমি যখন সেহরি খাবে
আমায় দিও ডেকে,
সেহরি খেতে আসব আমি
ভোরের ঘুমটি রেখে।
সেহরি খেয়ে নামাজ পড়ে
কোরআন পড়ব আমি,
সেহরি খেতে ওগো আম্মু
ডেকে দিও তুমি।
দাও কথা আজ আম্মু তুমি
সাজের সকাল বেলা,
সেহরি খেতে ডেকে দিতে
করবে না তো হেলা।
তুমি যদি না ডেকে দাও
সেহরি খাওয়ার সময়,
সেদিন থেকে খোকা বলে
ডাকবে না আর আমায়।