পাপে ভরা জীবন নিয়ে খোদা তোমার তরে,
সেজদায় নত করেছি মাথা তোমার পবিত্র ঘরে।
জীবন চলার পথে খোদা আমি করেছি কত ভুল,
খোদা তব রাহে নাজাত পেতে আছি ধ্যানে মশগুল।
পাপিষ্ঠ এক বান্দা আমি অসহায় আমার মন,
পূণ্যহীন শূন্য হৃদয় ধরার মাঝে কাঁদে সারাক্ষণ!
দুনিয়ার বুকে চলার পথে আমি সময় করেছি কত ক্ষয়,
খোদা তোমার নামটি যপলে মনেতে শান্তি পায়!
খোদা তব রাহে দিদার পেতে ভাবি আমি দিবানিশি,
ধরার বুকে তব বিধান মেনে করতে চাই তোমায় খুশি।
পথ হারা এক বান্দা আমি পাপে ভরা মোর জীবন,
পরকালে শাফায়েত পেতে ব্যাকুল আমার মন।
মরণের কথা স্মরণ করিলে মনেতে লাগে মোর ভয়!
পাপে ভরা জীবন নিয়ে ডুবি পাপের দরিয়ায়।
দুনিয়ার মোহ মায়া জালে মৃত্যুকে গিয়েছি ভুলে,
খোদা তব নিকট প্রার্থনা করি অশ্রু ভেজা দু'হাত তুলে।
পারেপার করো ওহে খোদা আমার পাপের জীবন তরী,
বিচার দিবসে শাস্তির ভয়ে পাপের দরিয়ায় কেঁদে মরি!
খোদা তুমি দয়ার সাগর সিমাহীন অসীম দয়াময়,
দুনিয়ার বুকে ক্ষমার মালিক তুমি ছাড়া কেহ নয়।
পুলসিরাত পারাপারে কেঁদে মরি আমি পাপি বান্দা অসহায়,
বিচারের দিবসে তব হৃদয়ে পাপিষ্ঠ বান্দাকে দিও ঠায়।