বরষা কালের শাওন শেষে
এলো ভাদ্র মাস,
ভাদ্র মাসে মনটা কাড়ে
শিউলি ফুলের আশ।
ভাদ্র মাসে নীল আকাশে
সাদা মেঘেরা ভাসে,
মেঘের মাঝে সূয্যি মামা
কিরণ জ্বলে হাসে।
মন ভরে যায় হাসনাহেনা
শিউলি ফুলের ঘ্রাণে,
কৃষক ভাইয়ের প্রাণটা জুড়াই
শিশির ভেজা ধানে।
মন মাতানো হিমেল হাওয়ায়
কাশফুলেরা দোলে,
সাজ সকালে খোকা-খুকী
শাঁপলা শালুক তোলে।
শরত কালের রূপ কুমারী
আলতা রাঙা পায়,
শিউলি ফুলের খোঁপা মাথায়
পুকুর পাড়ে যায়।