আজকে খুশির ঢল নেমেছে
বাজায় খুশির বীণ,
ধনী-গরিব নতুন বেশে
এলো খুশির দিন।
খুশির দিনে খোকা খুকী
নতুন পোশাক পড়ে,
মনের সুখে ঘুরে বেড়ায়
দাদুর হাতটি ধরে।
দুঃখ কষ্ট সব ভুলে যায়
আনন্দ শুভক্ষণে,
ঈদের খুশি ভাগ করে যে
সবার আপন মনে।
ফিতরা যাকাত দেয় বিলিয়ে
গরীব দুঃখীর তরে,
অন্ন বস্ত্রের অভাব ঘুচে
আনন্দে যায় ভরে।
হিংসা বিদ্বেষ অবসান হয়
এই ধরারই বুকে,
ঈদের খুশিতে মধু ঝরে
সবার মুখে মুখে।