বর্ষার নদী-নালা জলে ভরা করে থেই থেই,
জেলে ভাই ধরে মাছ চিতল আর কেই।
চাষি ভাই করে চাষ রাশি ভরা ভরা,
বর্ষার মাঠে-ঘাটে ধান রোপে হলো সারা।
মাঝি ভাই দাড় টানে খেয়া পারাপারে,
রাখালীয়া বাঁশি বাজায় রোদ বৃষ্টির ঝড়ে।
বর্ষার ঘন কালো মেঘ গগনে গরজে ডাকে,
নদীর কূলে বসে একা মনেতে নানা ছবি আঁকে।
তিল ঠাঁই নাহি আজ নাহি কোথাও ভরসা
বর্ষায় ভিজে মন লাগে মোর হতাশা।
বর্ষার নীল আকাশে সাদা কালো মেঘ ভাসে
হঠাৎ দেখি মুষলধারায় বৃষ্টি নেমে আসে।
বৃক্ষরাজি নিত্য নতুন সাজে আষাঢ় শ্রাবণ মাসে
কচুর পাতায় জলের কণা বিন্দু বিন্দু ভাসে।
ব্যাঙের রানী সভা দেয় ঘন বর্ষার নতুন বানে।
চাষি ভাই মেতে ওঠে ভাটিয়ালি মধুর গানে।