একুশ তুমি ভাই হারানো
শোকাহত মাস,
একুশ তুমি বঙ্গভূমির
রক্ত মাখা ঘাস।
একুশ তুমি বাংলা মায়ের
মুখের মিষ্টি বুলি,
একুশ তুমি দুখিনী মা'র
পবিত্র পদো ধূলি।
একুশ তুমি ফাগুন মাসের
কৃষ্ণচূড়া ফুল,
একুশ তুমি সুবাস ছড়ানো
আম কাননের মুকুল।
একুশ তুমি কবির লেখা
মজার ছন্দ ছড়া,
একুশ তুমি বাঙালিদের
আলোকিত ধরা।