মাতৃভূমির পবিত্র কাঁদামাটি আর শত শত নদীর জল,
কেড়ে নিতে চেয়েছিল একাত্তরের হিংস্র দানবের দল।
পুবালি দিগন্তের আলোকিত কিরণ আর মুক্ত আকাশ,
সবুজ শ্যামল মাঠের ফসল প্রাণ জুড়ানো দক্ষিণা বাতাস।
মায়ের কোলের ভূমিষ্ঠ নবজাতকের মুখের মিষ্টি মধুর হাসি,
গোধূলি লগ্নের মন মাতানো রাখাল রাজের মোহন সুরের বাঁশি।
হেমন্ত ঋতুর সুপ্রভাতের শিশির ভেজা কচিকাঁচা দূর্বাঘাস,
গাছ-গাছালি তরুলতা নিবিড় ঘন বনের বিশুদ্ধ শ্বাস- প্রশ্বাস।
কৃষক শ্রমিক কুলি মজুরের কাঙ্ক্ষিত নৈতিক বাক স্বাধীনতা,
অমর একুশের অর্জিত বাঙালি জাতির মুখের মিষ্টি মধুর কথা।
বাংলা মায়ের দামাল ছেলেদের লাল সবুজের বিজয় নিশান,
বঙ্গবন্ধু শেখ মুজিবের বজ্র কণ্ঠে দেশ কাঁপানো মার্চের ভাষণ।
ঋতু বসন্তের কোকিলের কণ্ঠের মিষ্টি মধুর প্রেমময় গান,
পদ্মা,মেঘনা,যমুনা,সুরমা স্রোতস্বিনী নদীর উত্তাল কলতান।
শহীদদের রক্তে কেনা লক্ষ কোটি বাঙালি জাতির মানচিত্র,
চির সবুজের সমারোহ ধান শালিকের নাচের অপরূপ বিচিত্র ।
নিশি রাতের রূপালী চাঁদের জোছনা বিলাসী পূর্ণিমা রাত,
ভোরের পাখিদের মিষ্টি মধুর কিচিরমিচির গুঞ্জনের সুপ্রভাত।
চির সবুজের বুকে শিশির ভেজা সোনালী ধানের গন্ধের রেশ,
স্বপ্ন দেখা দিন দুঃখীদের লাল সবুজের প্রিয় বাংলাদেশে।