আতর গোলাপ সুরমা মেখে
সাদা কাপড় পড়ে
ডাক আসিলে চলে যাবো
এই পৃথিবী ছেড়ে

সেদিন সবে করুন সুরে
আমার নামটি ধরে
মাসজিদে তে এলান হবে
গায়ের চারিধারে
কাদবে আমার স্বজন সুজন
বিদায় দেয়ার সব আয়োজন
করবে একটু পরে
ডাক আসিলে চলে যাবো
এই পৃথিবী ছেড়ে

কেউ আনিবে পালকিখানা
কেউ বা শীতলপাটি
কেউ খুড়িবে উদাস মনে
কবর ঘরের মাটি।
সঙ্গীবিহীন আধার ঘরে
থাকতে হবে একাই পরে
অনন্তকাল ধরে
ডাক আসিলে চলে যাবো
এই পৃথিবী ছেড়ে

Lyrics: Monir Chowdhury
Tune, Vocal & Composition: Hasnat Nayeem