লক্ষ্মী সোনা কাঁদছো কেনো
আজকে খুশির দিন,
পাড়ার সকল ছেলে মেয়ে
বাজায় খুশির বীণ।
আর কেঁদো না লক্ষ্মী মেয়ে
এমন খুশির দিনে,
তোমার জন্য নতুন জামা
আমি দেবো কিনে।
নতুন জামা আমি নেবো না
আব্বুকে দাও এনে,
আব্বু ছাড়া ভাল লাগে না
মহা খুশির দিনে।
বন্ধু বান্ধব যখন তাদের
আব্বুর কোলে হাসে,
আমার অবুঝ মনটা তখন
চোখের জলে ভাসে।
আব্বু যদি থাকতো পাশে
মহা খুশির দিন,
মনের সুখে নাচতাম আমি
তাক ধিনা ধিন ধিন।