নিয়নের আলোয় সাজানো সন্ধ্যা;
হেঁটে চলা পথিকের বেশে ছুটছি!
জয়কামতার পদস্পর্শের আনন্দ মনে!
গাড়ির সাইরেন ছাড়িয়ে ঝিঁঝিঁর গুনগুন!
অপরূপার হৃদে গৃহ সৃজিনের পাঁয়তারা!
উচ্ছ্বাসের সাড়ে পনেরো কলা যবে পূর্ণ
হণ্টকরাজের খানিক পদস্খলন! দৃশ্যে-
এক পথশিশুর মায়াধরা চাহনি,
রাতের আঁধারকে তুচ্ছ করছে।
"একটু খাবার জুটবে" কথাটাই বিস্ফোরিত হচ্ছে!
কিন্তু কেউ সাড়া দিচ্ছে না;
যে যার মত করে ছুটছে!
একটু কাছে গিয়ে বসতে ইচ্ছে করছে;
অদৃষ্ট বাঁধন ছিঁড়তে পারিনি।
শিশুটির নিষ্পাপ চাহনি যবে মনে নাড়া দেয়;
বাস্তবতা তার খড়গ কৃপাণ নিয়ে হাজির!
তাইতো ধীরে ধীরে পদযুগল এগোচ্ছে;
আনন্দময়ীর বাতায়নকে বিবশ বিরাগীর তরে
বিসর্জনের অষ্টশৃঙ্খলে আবদ্ধ করে!
ভাগ্যোদয় কি এতই বিধুর পিয়াসী
নাকি কোনো ভোগবতীর আগমনী উপাখ্যান?