মাঝে মাঝে দুটানাহীন এই জগতটাকে
খুব আপন করতে ইচ্ছে করে।
ইচ্ছে করে মরুতে, মেরুতে মিশে যাই।
ইচ্ছে করে পাখির ডানায় ঝাপটে দূর সমুদ্দুর,
পাহাড়ি অরণ্যের নিবিড়তায় হারাই।
ইচ্ছে করে নীলিমার সাথে জড়িয়ে যাই,
সদ্য ফোটা পদ্মিনীর স্পর্শে আপন হয়ে যাই।
সহস্র মনুষ্যের গভীর বাঁধন, ক্রন্দনহীন হৃদের
নির্ভার ছন্দকে আপন করতে ইচ্ছে করে।
মায়াবীর চোখে আলতো স্পর্শে ছড়িয়ে যাওয়া
কাজলকালোকে আপন করতে ইচ্ছে করে।
মুচকি হাসির আবর্তনে ভাসা সুপ্ত তারার
ওষ্ঠ্যদ্বয়ে হাত ছোঁয়াতে ইচ্ছে করে!
মুগ্ধতায় ভরা, মমতায় ঘেরা উজ্জ্বয়নীর শুষ্কতাকে
খুব আপন করতে ইচ্ছে করে!
ইচ্ছে করে আপন করে কাছে রাখি-
বাতাবীলেবুর সান্ধ্য ঘ্রাণে ছড়িয়ে থাকা ঝিঁঝিঁকে!
ইচ্ছে করে - বিলাসীর চাদরকে আপন করি;
চন্দ্রিমার চিত্তরূপকে আপন ভাবি!
ইচ্ছেরা সব আপন করে- মায়াবতীর রুদ্ধতা!
ইচ্ছেরা সব আপন করে-স্নেহময়ীর একটু ছোঁয়া!
ইচ্ছেরা আপন করে- অভ্রনীলের ছেড়ে যাওয়া
গোধূলি লগ্নে সব হারানো দুফোঁটা অশ্রু!
ইচ্ছেরা আপন করে- ফিরে আসা শশীধরের
বেনামে প্রেরিত অজস্র লেফাফা!
ইচ্ছেরা কথা বলে, ইচ্ছেরা গান গায়,
ইচ্ছেরা অন্তরার তালে সহাস্য বদনে নাচায়!
পাওয়া না পাওয়ার অন্তরাল ছেড়ে
ইচ্ছেরা খুব আপন করতে চায়!!
তাইতো সব আপন করতে ইচ্ছে করে!