আশায় ভরা ছিল দিনগুলি,
কিন্তু সবার শেষে খুঁজে পেলাম শূন্যতা।
তোমার কথা মনে হলে হৃদয় বিষিয়ে ওঠে,
তবু তোমার দিকে হাত বাড়িয়ে কিছু পাই না।
যতটা চেয়েছিলাম, ততটা পেলাম না,
আত্মায় রয়ে গেল অগণিত ব্যথার চিহ্ন।
বিশ্বাস করেছিলাম, তুমি একদিন আসবে,
কিন্তু তুমি আসনি, বরং দূরত্ব বাড়ল আরও।
রাত্রি গভীর হলে, তুমি চলে যাওয়ার স্মৃতি
বড় ভারী হয়ে থাকে, চোখে অশ্রু জমে।
এতটা ভালোবাসা দিয়েও,
শেষমেশ অপ্রাপ্তি, খালি হাতে দাঁড়িয়ে থাকি।